ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

 রাজনীতিসচেতন শেখ মুজিব সাংবাদিকতাও করেছেন

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৮:৩৭ পিএম, ২৭ মার্চ ২০২৩ সোমবার

১৯৪৯ সালের ২৭ জুলাই বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান। কারাগার থেকে বের হয়ে তিনি আর বিশ্ববিদ্যালয়ে ফেরেন নাই। ব্যস্ত হয়ে পড়েন জাতীয় রাজনীতিতে। 

রাজনীতিসচেতন শেখ মুজিব সাংবাদিকতাও করেছেন। ১৯৪৬ সালের সাধারণ নির্বাচনের কিছু আগে প্রখ্যাত সাহিত্যিক-সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদ হক সাহেবের কৃষক প্রজা পার্টি ছেড়ে মুসলিম লীগে যোগ দেন। শহীদ সোহরাওয়ার্দী তখন অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী। ঐ সময় হাশেম-সোহরাওয়ার্দী গ্রুপের নেতৃত্বে বের হতো দৈনিক ইত্তেহাদ। কলকাতার ১৯৯ পার্ক স্ট্রিটে ছিল ইত্তেহাদের কার্যালয়। আবুল মনসুর আহমদ সম্পাদক হন পত্রিকাটির।

তরুণ প্রজন্মের বাঙালি মুসুলমান পাঠকদের মধ্যে পত্রিকাটি বিশাল জনপ্রিয়তা লাভ করে। আবুল মনসুর আহমদের দৃষ্টি ছিল প্রতিশ্রুতিশীল তরুণদের দিকে। পত্রিকায় সম্পৃক্ত করেছিলেন শেখ মুজিব ও তফাজ্জল হোসেন মানিক মিয়াকে। মানিক মিয়া চাকরি নিয়েছিলেন দৈনিক ইত্তেহাদের ব্যবস্থাপনা বিভাগে। মাঝেমধ্যে লিখতেনও। মুজিবকে উৎসাহ দিতেন লিখতে। কিন্তু শেখ মুজিবুর রহমান আবুল মনসুর আহমদকে বলেছিলেন, মনসুর ভাই। মিল্লাতের মতো ইত্তেহাদেও আমি লিখবো। কিন্তু সাংবাদিক হবো না। সাংবাদিকতা আমার নেশা। কিন্তু পেশা আমার রাজনীতি। আমি রাজনীতিক হবো।   

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com