ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

হোয়াইটওয়াশ এড়াল পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩১ এএম, ২৮ মার্চ ২০২৩ মঙ্গলবার

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়াতে সক্ষম হয়েছে পাকিস্তান। আফগানিস্তানকে ৬৬ হারিয়েছে শাদাব বাহিনী। তবে দুই ম্যাচ জিতে সিরিজ আগেই জিতে নিয়েছে আফগানরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তান ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। আর প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতে আন্তর্জাতিক ক্রিকেটের কোন ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেয়েছিল রশিদ খানরা।

তৃতীয় ম্যাচে সোমবার শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রানের লড়াকু স্কোর গড়ে পাকিস্তান। লক্ষ্যে নেমে ১১৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

দলীয় তিন রানে ওপেনার মোহাম্মদ হাসিরকে হারালেও দারুণ ইনিংস খেলেন সাঈম আয়ুব। ৪০ বলে ৪৯ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন এই পাকিস্তান ওপেনার। 

অধিনায়ক শাদাব ১৭ বলে ২৮ রান আর আব্দুল্লাহ শফিক ১৩ বলে ২৩। 

বড় রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটাই মন মতো হয়নি। ৩৫ রানে ফিরে যান রহমান গুরবাজ। আসা-যাওয়ার মিছিলে দলের হয়ে সর্বোচ্চ ২১ রান করেন আজমাতুল্লা। 

শেষ পর্যন্ত ১৮ দশমিক ৪ ওভারে ১১৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। 

ম্যান অব দ্য নির্বাচিত হয়েছেন শাদাব খান।

তিন ম্যাচ সিরিজ আগেই ২-১ ব্যবধানে জিতে নিয়েছে আফগানিস্তান। দেশটির বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পেয়েই শিরোপা জিতে নিল তারা।

যদিও পাকিস্তান এই সিরিজে বিশ্রাম দেয় নিয়মিত অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও ফখর জামানকে। 

এএইচ