মেসির হ্যাটট্রিক, কিরাসাওর জালে আর্জেন্টিনার গোল উৎসব
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৭ এএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার | আপডেট: ১১:২৬ এএম, ২৯ মার্চ ২০২৩ বুধবার
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে কিরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের তিন অঙ্ক স্পর্শ করলেন মেসি। সেই সঙ্গে আকাশি নীল জার্সিতে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন আর্জেন্টাইন তারকা।
বাংলাদেশ সময় বুধবার সকালে সান্তিয়াগো দেল এস্তেরোর মাদ্রে দে সিউদাদেসে শুরু থেকেই মুগ্ধতা ছড়ান লিওনেল মেসি। গোলের শুরুটা হয় তার পা থেকেই।
১৯ মিনিটে জিওভানি লো সেলসোর বাড়ানো বল ডান পায়ের দর্শনীয় শটে লক্ষ্য ভেদ করেন বিশ্বজয়ী অধিনায়ক। তার শততম গোলের উদযাপন ছড়িয়ে যায় মাঠ থেকে গ্যালারিতে।
এই ম্যাচে আরও দুইবার জালের দেখা পান মেসি। ৫ ও ৩৭ মিনিটে আরও দুইবার লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ারে নবম হ্যাটট্রিক পান তিনি।
দেশের হয়ে ১৭৪ ম্যাচে মাঠে নেমে ১০২ বার লক্ষ্যভেদ করেছেন লিও। যার ৪৭টিই এসেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। আর ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এর আগের ম্যাচেই।
প্রথমার্ধেই আরও দুই গোল করেন নিকোলাস গঞ্জালেস ও এনজো ফার্নান্দেস।
বিরতির পর স্কোরশিটে নাম তোলেন অ্যাঞ্জেল ডি-মারিয়া। ৭৮ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান তিনি। তার শটেই বল বক্সে কুকো মার্তিনার হাতে লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।
আর ৮৭ মিনিটে আর্জেন্টিনার সপ্তম গোলটি আসে গঞ্জালো মন্টিয়েলের পা থেকে। দিবালার পাস পেয়ে কিরাসাওর জালে শেষ গোলটি করেন তিনি।
গ্যালারি ঠাসা সমর্থকদের উল্লাসে ভাসিয়ে মাঠ ছাড়েন মেসি-মার্তিনেসরা।
এএইচ