ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক হলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।  নিউজিল্যান্ডের টিম সাউদিকে হটিয়ে শীর্ষ উইকেট শিকারী এখন  সাকিব।

আয়ারল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট ও অপরাজিত ৩৮ রান করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন সাকিব। এ ম্যাচেই টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডারের রেকর্ডের পাখায় যুক্ত হলো নতুন পালক। 

কুড়ি ওভারের ক্রিকেটে নিউজিল্যান্ডের টিম সাউদিকে পেছনে ফেলে সর্বোচ্চ উইকেট এখন সাকিবের ঝুলিতে। ১১৪ ম্যাচে ১৩৬ উইকেট নিয়ে শীর্ষে উঠে গেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। সাউদির উইকেট সংখ্যা ১৩৪। 

আইরিশদের বিপক্ষে টাকার, অ্যাডেইয়ার, ডিলানি, ডকরেল ও হ্যারি টেক্টরের উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উকেটের মালিক বনে যান সাকিব।  

৮০ ম্যাচে ১২৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয়স্থানে আছেন আফগানিস্তানের অধিনায়ক স্পিনার রশিদ খান।

এএইচ