ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১,আহত ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার

কুয়াকাটা- ঢাকা মহাসড়কের পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় সড়ক দূর্ঘটনায় একজন নিহত ও ৭ জন আহত হয়েছে।

নিহতের নাম শাওন। সে সদর উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের গাবুয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তুহিন পরিবহনের একটি বাস আটক করেছে পুলিশ। 

দুমকী থানার ওসি আবুল বশার জানান,কুয়াকাটা থেকে তুহিন পরিবহনের একটি বাস দিনাজপুর যাচ্ছিলো। বাসটি পটুয়াখালীর দুমকী উপজেলার পায়রা সেতুর দক্ষিন টোল প্লাজা সংলগ্ন পাগলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটর বাইকের বেপরোয়া গতি দেখে হার্ড ব্রেক করে থামিয়ে দেয়। এ সময় পেছন থেকে অন্য একটি মোটর বাইক এসে সামনের মোটর বাইকের পেছনে জোড়ে ধাক্কা মারলে দুই মটর বাইকের চালক ছিটকে রাস্তায় পরে যায়। এ সময় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে তার সামনের একটি অটোকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে পরে যায়। 

ঘটনার পর পর স্থানীয়রা আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপসতালে নিয়ে গেলে ডাক্তার দ্বিতীয় মোটর সাইকেল চাকল শাওন(২২) কে মৃত ঘোষনা করে। 

এমএম/