ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

ব্রয়লার মুরগির দাম আবারও কেজিতে ২০ টাকা বাড়লো

একুশে টেলিভিশ

প্রকাশিত : ০১:০২ পিএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার

ব্রয়লার মুরগির দাম আবারও কেজিপ্রতি বেড়েছে ২০ টাকা। বাড়তি মাছের দামও। তবে গরু-খাসি, ভোজ্যতেল, চিনি, মসলা বা চালের দামে নেই কোনো পরিবর্তন। 

সম্প্রতি মুরগি ও ডিমের দাম সব রেকর্ড ছাড়িয়ে গেলে নড়েচড়ে বসে প্রশাসন। নানা তৎপরতায় ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৯০ টাকায় নেমে আসে। তবে ফের বাজার চড়েছে খানিকটা। 

সরবরাহে সংকট না থাকলেও সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিপ্রতি ২০ থেকে ৫০ টাকা। দামের এই উর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। তবে নতুন করে দাম বাড়েনি মসলাসহ কোনো মুদিপণ্যের। 

সবজিও বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। 

এসবি/