ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

মাদারীপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬ এএম, ১ এপ্রিল ২০২৩ শনিবার

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে মাহিনুর বেগম (৫১) নামের এক নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ।

শুক্রবার বিকালে ঘোষালকান্দি গ্রামে কামাল হাওলাদারের ভাড়া বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাহিনুর বেগমের পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্দাবাড়ি গ্রামে। তার পিতা মৃত মোহনলাল খলিফা এবং মাতা আনোয়ারা বেগম। 

স্থানীয় সূত্রে জানা যায়, টেকেরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কামাল হাওলাদারের বাসার ২য় তলায় মাহিনুর বেগম তার মা এবং বোনর সঙ্গে ছয় বছর যাবত ভাড়া থাকতেন।

মাহিনুরের সঙ্গে তার মা-বোনের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই ছিল। সেই অশান্তির জের ধরেই মাহিনুর হয়তো আত্মহত্যা করেছে বলে ধারণা স্থানীয়দের।

শুক্রবার বিকালে মাহিনুরের মা এবং বোন তার রুমের দরজা বন্ধ পায়। দরজা খুলতে ব্যর্থ হলে এলাকাবাসীর সহায়তায় দরজা ভেঙে মাহিনুরের মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ এসে মাহিনুরের মরদেহ উদ্ধার করে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত মাহিনুর বেগম একজন শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

এ ব্যাপারে রাজৈর থানার ওসি (তদন্ত) অখিল সরকার জানান, মাহিনুরের মৃতদেহ ময়নাতদন্তের জন্যে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ