ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

ভেনিজুয়েলায় দুর্নীতি বিরোধী অভিযানে ৪২ কর্মকর্তা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২ এপ্রিল ২০২৩ রবিবার

ভেনিজুয়েলায় রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএসহ সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী অভিযানে ৪০ জনের বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটরের কার্যালয় থেকে শনিবার এ কথা জানানো হয়েছে।

দুর্নীতিবিরোধী পুলিশের ইস্যু করা বিবৃতির প্রেক্ষিতে গত ১৭ মার্চ এ অভিযান শুরু করা হয়। এতে ভয়াবহ দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর মতো অপরাধের সাথে যুক্ত কর্মকর্তাদের বিচারের কথা বলা হয়।

এদিকে দেশটির ক্ষমতাবান তেল মন্ত্রী তারেক আল আইসামি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন। 
রাষ্ট্রীয় তেল কোম্পানী পিডিভিএসএ ও সংশ্লিষ্ট অন্যান্য সরকারি সংস্থাগুলোতে দুর্নীতিবিরোধী এ অভিযান চালানো হচ্ছে। 

এর্টনি জেনারেল তারেক উইলিয়াম সাব টুইটারে বলেছেন, প্রসিকিউটর কার্যালয় নানা ধরনের দুর্নীতিতে জড়িত থাকায় এ পর্যন্ত ৪২ কর্মকর্তাকে গ্রেফতার করেছে। 
মার্কিন নিষেধাজ্ঞায় থাকা আইসামি ক্ষমতাসীন দলেই অংশ। তিনি ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট, স্বরাষ্ট্র ও শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 

অপরাধী চক্র কি পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে তা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এর পরিমাণ অন্তত তিনশ কোটি মার্কিন ডলার।
কেআই//