সাকিব-মুশফিকের হাফ-সেঞ্চুরিতে জবাব দিচ্ছে বাংলাদেশ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:২০ পিএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার | আপডেট: ১২:৪৮ পিএম, ৫ এপ্রিল ২০২৩ বুধবার
তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে সাকিব আল-হাসান ও মুশফিকুর রহিমের দৃঢ়তায় বিপদমুক্ত হয়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে চলছে বাংলাদেশ। সাকিবের মতোই মুশফিকও চার হাঁকিয়ে তুলে নিলেন ব্যক্তিগত ফিফটি।
সাদা পোশাকে এটি মুশির ২৬তম আর ক্যারিয়ারের ৩১তম হাফ সেঞ্চুরি করেন সাকিব। দুজনের জুটিতে ভর করে আয়ারল্যান্ডের ২১৪ রানের সংগ্রহ পেরোনো কেবল কিছু সময়ের অপেক্ষা। আর মাত্র ৪৪ রান নিলেই লিড পাবে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান।
একমাত্র টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮০ রানে পিছিয়ে থেকে ৮ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। তবে নেমেই মুমিনুল হকের উইকেট হারিয়েছে টাইগাররা।
মুমিনুল আগের দিনের করা ১২ রানের সঙ্গে যুক্ত করেন মাত্র ৫ রান। মার্ক আদেয়ারের বলে বোল্ড হয়ে ফিরে যান সাবেক এই অধিনায়ক। মুশফিকুর রহিমের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল-হাসান। তিন চারে ১৮ নিয়ে সাকিব আর মুশি ১১ রানে ব্যাট করছেন।
এরআগে প্রথম ইনিংসে তাইজুলের বোলিং তোপে ২১৪ রানেই সবকটি উইকেট আইরিশরা। জবাবে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ।
আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। স্কোর বোর্ডে ২ রান উঠতেই কোন রান না করেই আউট হন শান্ত। আর দলীয় ৩৪ ও ব্যক্তিগত ২১ রানে সাজ ঘরে ফেরেন তামিম ইকবাল।
এএইচ