বেনজেমার হ্যাটট্রিকে বার্সার বিদায়, ফাইনালে রিয়াল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪১ এএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৩২ এএম, ৬ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
করিম বেনজেমার হ্যাটট্রিকে ৪-০ গোলে বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার মাঠেই তাদেরকে গুঁড়িয়ে স্প্যানিশ কোপা দেলরের ফাইনালে উঠলো রিয়াল।
টানা তিনটি এল-ক্লাসিকো হারলেও এবার আর কোনো ভুল করেনি লস-ব্লাঙ্কোরা। ন্যু-ক্যাম্পে প্রতিশোধ নিতে শুরু থেকেই উজ্জ্বিবিত ফুটবলে মাঠ মাতিয়ে রাখে ভিনিসিয়ুস-বেনজেমারা।
তবে গোল পেতে অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগকরা সময় পর্যন্ত। বিরতির আগমুহূর্তে প্রতি আক্রমণ থেকে দলকে লিড এনে দেন ভিনিসিয়ুস জুনিয়র।
দ্বিতীয়ার্ধে শুরুতে ব্যবধান বাড়ান বেনজেমা। ডান দিক থেকে বল ধরে এগিয়ে লুকা মদ্রিচ পাস দেন বক্সে। জোরাল শটে লক্ষ্যভেদ করেন বেনজেমা।
৫৮ মিনিটে চমৎকার গোলে জোড়া পূর্ণ করেন এই ফরাসি স্ট্রাইকার। ফঁক কেসিয়ে বক্সে ভিনিসিউসকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি। স্পট কিকে ব্যবধান ৩-০ করেন বেনজেমা।
আর ৮০ মিনিটে পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল পান বেনজেমা। সেই সঙ্গে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার আনন্দে মাতেন ৩৬ বছর বয়সী ফ্রেঞ্চ তারকা।
বেনজেমা যেভাবে উড়ছেন তাতে আগামী ব্যালন ডি'অরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা তৈরি করবেন নিশ্চিত।
ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে ওসাসুনার।
এএইচ