ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হলে নিষিদ্ধ শাবিপ্রবি ছাত্রলীগ কর্মী

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৬ এএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য সব আবাসিক হলে নিষিদ্ধ করা হয়েছে ইফতেখার আহমেদ রানা নামে এক ছাত্রলীগ কর্মীকে। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স অ্যান্ড  ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, রেজি নং- ২০১৭৩৩১০১৮ ইফতেখার আহমেদ রানাকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলসমূহে প্রবেশ নিষিদ্ধ করা হল। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।

জানা যায়, গত ১ মার্চ বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের এক বৈধ শিক্ষার্থীকে বের করে দেওয়ার ঘটনায় তাকে হলে নিষিদ্ধ করে হল প্রশাসন। নিষিদ্ধ করার পরও তিনি গোপনে হলে অবস্থান করে আসছিলেন। 

পরে অভিযান চালিয়ে তাকে রুমে অবস্থানরত অবস্থায় পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল আবাসিক হল থেকে ইফতেখারকে নিষিদ্ধ করে।

এএইচ