পিয়ংইয়ংয়ে চীনের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:২৩ পিএম, ৮ এপ্রিল ২০২৩ শনিবার
উত্তর কোরিয়া শুক্রবার বলেছে, পিয়ংইয়ংয়ে বেইজিংয়ের নতুন রাষ্ট্রদূত দেশটির রাজধানীতে তার দায়িত্ব গ্রহণ করেছেন। মহামারি শুরু হওয়ার পর থেকে কঠোর অবরোধ বজায় রাখার পর তিনি পদ গ্রহণ করলেন। খবর এএফপি’র।
২০২০ সালের জানুয়ারি থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দেশ উত্তর কোরিয়ার প্রবেশ করা প্রথম পরিচিত কূটনীতিক হলেন চীনের ওয়াং ইয়াজুন।
সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি পরিবেশিত খবরে বলা হয়, উত্তর কোরিয়ার একজন উচ্চপদস্থ কর্মকর্তা ‘পিয়ংইয়ংয়ের মানসুদাই আসেম্বলি হলে ডিপিআরকে’তে নিয়োগ পাওয়া চীনা রাষ্ট্রদূত ওয়াং ইয়াজুনের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ করেন। পিডিআরকে (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া) হচ্ছে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম।
বেইজিং হলো উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ও অর্থনৈতিক সহায়তাকারী দেশ। ১৯৫০’র দশকে কোরীয় যুদ্ধের রক্তপাতের মধ্যে তাদের এ সম্পর্ক গড়ে উঠে।
সিউলের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার বাণিজ্যের ৯০ শতাংশের বেশি চীনের সাথে।
সূত্র: বাসস
এসবি/