কঙ্গোয় হামলায় ২০ জন নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:১৯ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার | আপডেট: ০১:২২ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
ডিআরকঙ্গোর পূর্বাঞ্চলে এক হামলায় প্রায় ২০ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট জিহাদী গ্রুপের সাথে সংশ্লিষ্ট বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে বিভিন্ন সূত্রে বলা হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি নেতা প্যাট্রিক মুকোহে বলেছেন, স্থানীয় সময় শুক্রবার বিকেল চারটার দিকে এডিএফ (এলাইড ডেমোক্রেটিক ফোর্সেস) এনেবুলা গ্রামের কাছে কৃষকদের ওপর অতর্কিত হামলা চালায়।
এডিএফ মূলত উগান্ডার বিদ্রোহী দল। এটি ১৯৯০ এর দশকে কঙ্গোর পূর্বাঞ্চলে তৎপরতা শুরু করে এবং সে থেকে দলটি হাজার হাজার বেসামরিক লোককে হত্যা করেছে।
প্যাট্রিক মুকোহে আরো জানিয়েছেন, উত্তর কিভু প্রদেশের উইচা শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে যেখানে এই গণহত্যা চালানো হয় সেখানে তিনি নারী ও পুরুষের ২১টি লাশ দেখতে পেয়েছেন।
তবে ওইচা হাসপাতালের মর্গে কাজ করা জুলেস কামবালে বলেছেন, তারা ১৯টি লাশ পেয়েছেন।
আঞ্চলিক সামরিক প্রশাসক চার্লেস ইহুতা ওমেঙ্গা হামলার খবর নিশ্চিত করে বলেছেন, তার পক্ষে লাশের সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওতে কাঠের ফ্রেমে বাঁধা একজনের গলাকাটা লাশ দেখা গেছে।
দেশটিতে জাতিসংঘ মিশন এমওএনইউএসসিও বলেছে, চলতি সপ্তাহের প্রথম দিকে পাশের ইতুরি প্রদেশে এডিএফের হামলায় ৩০ জনেরও বেশি লোক নিহত হয়েছে।
গতমাসে যুক্তরাষ্ট্র এডিএফের নেতা সেকা মুসা বালুকু সম্পর্কে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে।
সূত্র: বাসস
এসবি/