বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরব ছিলেন শেখ মুজিব
ড. অখিল পোদ্দার
প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ৯ এপ্রিল ২০২৩ রবিবার
কৃষক শ্রমিক পার্টি, পাকিস্তান গণতন্ত্রী দল ও পাকিস্তান খেলাফত পার্টির সঙ্গে মিলে গঠিত হয় যুক্তফ্রন্ট। সেটি ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর। যুক্তফ্রন্টের সঙ্গে ছিল মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি। বামপন্থী গণতন্ত্রী দলের নেতা ছিলেন হাজী মোহাম্মদ দানেশ এবং মাহমুদ আলী সিলেটি। উদ্দেশ্য ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগকে ক্ষমতাচ্যুত করা। তাই প্রথম সাধারণ নির্বাচনে সকল বিরোধীদল মিলে যুক্তফ্রন্ট গঠন করে। আওয়ামী লীগের সহসভাপতি আবুল মনসুর আহমদ প্রণীত ২১ দফার একটি নির্বাচনী ইশতেহারও প্রকাশ করে যুক্তফ্রন্ট। যাতে বিভিন্ন নেতৃবৃন্দ স্বাক্ষরও করেন।
যুক্তফ্রন্টের অন্যতম তিন নেতা ছিলেন মওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বিভিন্ন দাবির প্রেক্ষিতে সরব ছিলেন শেখ মুজিবুর রহমান। ২১ দফার ইশতেহারের মধ্যে প্রধান দাবি ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ববঙ্গের পূর্ণ স্বায়ত্বশাসন। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস পালন ও সাধারণ ছুটি ঘোষণা এবং ভাষা শহীদদের স্মৃতি রক্ষায় শহীদ মিনার তৈরীর দাবি ছিল প্রকট।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com