ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

আয়ারল্যান্ড সিরিজে দল ঘোষণা, নতুন মুখ মৃত্যুঞ্জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৪ এএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার | আপডেট: ০৯:০৩ এএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

আগামী মাসে ইংল্যান্ডে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ বাঁ-হাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি। দলে ফিরতে পারেননি অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার আফিফ হোসেন, স্পিনার নাসুম আহমেদ, তাসকিন ও জাকির হাসান। 

সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে বাংলাদেশ। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হয়।

ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন তাসকিন ও জাকির। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ম্যাচের দলে থাকলেও, তৃতীয় ওয়ানডেতে বাদ পড়েন আফিফ। 

নাসুমের জায়গায় দলে ফিরেছেন তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন নাসুম। গেল কয়েক মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে তাসকিনের জায়গায় দলে সুযোগ হয়েছে ২১ বছর বয়সী মৃত্যুঞ্জয়ের।

এ বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, ‘সে দুর্দান্ত ফর্মে আছে, সুতরাং একটা সুযোগ তার প্রাপ্য ছিল। ইনজুরির কারণে তাসকিন বাদ পড়ায় আমরা মনে করছি, তার সুযোগ পাওয়া উচিত। আশা করছি, আমাদের পেস বোলিং পাইপলাইনকে আরও শক্তিশালী করার সুযোগটা সে পুরোপুরিভাবে কাজে লাগাবে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে আছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান আসরে খেলার সুযোগ পাওয়া লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। আইপিএলের মাঝপথে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলের সাথে যোগ দিবেন লিটন ও মুস্তাফিজ। ইতোমধ্যে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান।

আগামী ৯ মে থেকে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরের দুটি ওয়ানডে হবে যথাক্রমে ১২ ও ১৪ মে। সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ। আয়ারল্যান্ডে বৃষ্টির শঙ্কা থাকায় তিনটি ম্যাচই হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

এএইচ