ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

দুঃসময় পার করছেন চিনি শিল্পের শ্রমিকরা, ৫ মাস বেতন বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩ পিএম, ১০ এপ্রিল ২০২৩ সোমবার

দুঃসময় পার করছেন চিনি শিল্পের শ্রমিক-কর্মচারিরা। বন্ধ মিল থেকে সচল মিলে বদলি হওয়া শ্রমিক-কর্মচারিরা বেতন পাচ্ছেন না কয়েক মাস। কবে পাবেন তারও কোনো সুষ্পষ্ট আশ্বাস মিলছে না। কর্তৃপক্ষ বলছে, সরকারি বরাদ্দ পেলেই কেবল সমস্যার সমাধান সম্ভব। শিল্পটিকে দাঁড় করাতে নেওয়া হয়েছে ৫ বছরমেয়াদী পরিকল্পনা।

শফিকুল ইসলাম, কাজ করেন জয়পুরহাট চিনিকলে। বেতন-ভাতা পান না ৫ মাস। এর আগে কাজ করতেন শ্যামপুর সুগার মিলে। সেটিসহ কার্যক্রম স্থগিত হওয়া ৬ চিনিকলের ২ হাজার ৮৮৪ জন শ্রমিক-কর্মচারিকে বদলি করা হয় এখন পর্যন্ত সচল থাকা সরকারি অন্য ৯ সুগারমিলে।

শফিকুল জানান, শ্যামপুর চিনি কল থেকে গতবছরের জুলাই মাসে জয়পুরহাটে আমাকে বদলি করা হয়। এখন পর্যন্ত ৫ মাস ধরে বেতন পাচ্ছি না।

শফিকুলের মতোই অবস্থা অন্য মিলের শ্রমিকদের। তারা জানান, কয়েক মাস বেতন না পাওয়ায় মানবেতর জীবন কাটছে তাদের। পরিবারের সদস্যরা দিন পার করছেন খেয়ে না খেয়ে। 

শ্রমিকরা জানান, রমজান মাস যাচ্ছে আমরা খুব দুঃসহনীয় অবস্থায় জীবন যাপন করছি। বাকি খেতে খেতে এমন অবস্থায় দাঁড়িয়েছে যে দোকানদার আর বাকি দিতে চাচ্ছেনা। পরিবার-পরিজন নিয়ে কি করে খাবো, এখন শুধু অন্ধকার দেখছি।

মিল বন্ধ থাকায় অনেক অস্থায়ী শ্রমিক-কর্মচারী কাজ হারিয়ে এখন বেকার। বিপর্যয় নেমে এসেছে এলাকার ব্যবসা-বাণিজ্যেও। 

এ বিষয়ে চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান জানান, আর্থিক সহায়তা পেলে, তবেই সমস্যার সমাধান সম্ভব।

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বলেন, “এই মুহূর্তে দুই-তিনটি মিলে বেতন নাই, আশা করছি এটা সামলে নিতে পারবো। যদি সরকার আমাদের সহযোগিতা করে তাহলে এই সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবো।”

তিনি জানান, নানা প্রতিবন্ধকতায় শিল্পটিকে দাঁড় করানোই এখন বড় চ্যালেঞ্জ।  

মো. আরিফুর রহমান অপু বলেন, “এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে যে, ঘুরে দাঁড়ানোটাই আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ। এখন ওপেন মার্কেটিং ইকোনমি, এ অবস্থায় সরকার কারখানা বা শিল্প প্রতিষ্ঠানে অর্থায়ন করতে রাজি নয়।”

তার মতে, বছরে ২০ লাখ মেট্রিক টন আখ পেলে ৯টি মিল ১৩০ থেকে ১৪০ দিন চলবে। ধাপে ধাপে লোকসান কাটিয়ে ৫ বছরেই লাভজনক হবে দেশের চিনিশিল্প।

এএইচ