ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

গরিবের নেতা শেখ মুজিব

ড. অখিল পোদ্দার

প্রকাশিত : ০৯:৩৯ পিএম, ১১ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

মুসলিম লীগের নেতারা জনবান্ধব ছিলেন না। দেশ চালাতেন নিজের ইচ্ছেমতো। পূর্ববাংলার পাট বিক্রির টাকা পশ্চিম পাকিস্তানে পাচার করতেন তারা। উন্নয়ন হতো পশ্চিম পাকিস্তানের আর ডুবে মরতো পূর্ববাংলার লোকজন। মুসলিম লীগকে পরাজিত করার জন্য তাই ৪ টি দল জোটবদ্ধ হয়ে গঠন করে যুক্তফ্রন্ট। নির্বাচনের তারিখ নির্ধারণ হয় ১৯৫৪ সালের ৮ থেকে ১২ মার্চ। যাতে দুটি প্রধান দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত হয়।

যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। আর মুসলিম লীগের প্রতীক ছিল হারিকেন। পূর্ব পাকিস্তান আইন পরিষদের মোট আসন ছিল ৩০৯ টি। আসনগুলো মুসলিম ও অমুসলিম এ দুটি পর্যায়ে বিভক্ত ছিল। মুসলিম আসন ছিল ২৩৭ টি। আর অমুসলিম আসন ছিল ৭২ টি। শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের পক্ষে গোপালগঞ্জ থেকে নির্বাচন করার নমিনেশন পান। বিত্তশালী মুসলিম লীগ নেতা ওয়াহিদুজ্জামানের বিপক্ষে মাঠে নামেন গরিবের নেতা শেখ মুজিব। 

( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন) 
 email: podderakhil@gmail.com