রুশ আগ্রাসনে ইউক্রেনে নিহত সাড়ে ৮ হাজার: জাতিসংঘ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৩৬ এএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার
ইউক্রেনে রুশ হামলায় এ পর্যন্ত সাড়ে ৮ হাজার বেসামরিক মানুষ মারা গেছেন বলে দাবি করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, নিহতের বেশিরভাগই ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত অঞ্চলের।
জাতিসংঘের হাইকমিশনার ফর হিউম্যান রাইটসের কার্যালয় ওএইচসিএইচআর এর মতে, গতবছর ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এ বছর ৯ এপ্রিল পর্যন্ত ৮ হাজার ৪৯০ জনের মৃত্যু এবং ১৪ হাজার ২৪৪ জন আহত হয়েছে।
ওএইচসিএইচআর বলেছে, এই সংখ্যা বিবেচনামূলকভাবে বেশি হতে পারে। কেননা তীব্র সংঘাত চলায় কিছু স্থান থেকে তথ্য আসতে দেরি হয়েছে। পাশাপাশি, কিছু তথ্য এখনও স্থগিত রাখা হয়েছে।
গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে দোনেৎস্ক ও লুহানস্কের ৩ হাজার ৯শ’ ২৭ জন মারা যাওয়ার তথ্য রয়েছে।
এদিকে, ইউক্রেনের পাল্টা হামলা বিলম্বিত করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব দিতে পারেন বলে ধারণা করছে ওয়াশিংটনভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)। সংস্থাটির মতে, এ জন্য গুরুত্বপূর্ণ ধর্মীয় ছুটিকে বেছে নিতে পারেন রুশ প্রেসিডেন্ট।
এএইচ