বঙ্গবাজারে অস্থায়ী চৌকি বসিয়ে ব্যবসা শুরু
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১২ এপ্রিল ২০২৩ বুধবার
বঙ্গবাজারে অস্থায়ী চৌকি বসিয়ে ব্যবসা শুরু করেছেন ব্যবসায়ীরা। তারা আশা করছেন আবার ঘুরে দাঁড়ানোর। বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পুনর্বাসনে ২ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
আগুনে পুড়ে যাওয়ার ৮ দিন পর আজ বুধবার বঙ্গবাজারে অস্থায়ী চৌকি বসিয়ে ব্যবসা শুরু করেছে ব্যবসায়ীরা।
অল্প বেঁচাবিক্রি হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, স্বপ্ন দেখছি আবারও ঘুরে দাঁড়ানোর।
তবে ব্যবসায়ী নেতারা বলছেন, দোকান মালিক ও ভাড়াটিয়াদের তালিকা করা হয়েছে। সবাইকে অস্থায়ী চৌকি বসানোর ব্যবস্থা করা হবে।
বুধবার দুপুর একটার দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বঙ্গবাজার ব্যবসায়ীদের জন্য অস্থায়ী চৌকি উদ্বোধন করেন।
পরে সাংবাদিকদের তিনি বলেন, অল্প সময়ের মধ্যে বর্জ্য অপসারন করে ব্যবসায়ীদের অস্থায়ী চৌকি বসিয়ে ব্যবসা করার ব্যবস্থা করতে পেরেছি। এছাড়া ৩ হাজার ৮৪৫টি তালিকা করাও সম্ভব হয়েছে।
মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, “যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা এবং দোকানের লোকেশন অনুযায়ী সবাইকে বসার সুযোগ করে দিয়েছি। যেহেতু আজকেই শুরু করা হবে এমন ঘোষণা দিয়েছিলাম তাই আজই শুরু করেছি।”
তিনি আরও বলেন, “সামনে ঈদ তাই ব্যবসায়ীদের কাছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের কথা বিবেচনা করে আমরা চৌকি বসিয়ে ব্যবসা পরিচালনা করার এই ব্যবস্থা করেছি। খোলা আকাশের নিচে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে। পরবর্তীতে এখানে ছাউনি লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করব।”
ঈদের পর ব্যবসায়ী নেতাদের সঙ্গে বসে তালিকা অনুযায়ী পুনর্বাসনের করার কথাও বলেন তিনি।
এএইচ