মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে: র্যাব ডিজি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০২:০৮ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০২:০৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
মঙ্গল শোভাযাত্রায় হামলার হুমকি দিয়ে যে চিরকুট পাঠানো হয়েছে সেটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে। নববর্ষ উপলক্ষে রমনা বটমূলসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন র্যাব মহাপরিচালক।
পহেলা বৈশাখে জঙ্গি হামলার থ্রেট নেই বলে উল্লেখ করেন র্যাব মহাপরিচালক বলেন, হুমকি দিয়ে চারুকলার এক শিক্ষার্থীকে যে চিরকুট পাঠানো হয়েছে, সেটি আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে। তাই এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই।
রাজধানীর টিএসসি, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা বটমূলসহ যেসব এলাকায় বর্ষবরণের অনুষ্ঠান হবে সেসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও অবজারভেশন পোস্টসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাব ডিজি।
মহাপরিচালক আরও বলেন, নববর্ষে অংশ নিতে আসা নারীদের উত্ত্যক্ত প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কেউ কোনও ধরনের হেনস্থার শিকার হলে সংশ্লিষ্ট সদস্যদের জানানোর আহ্বান জানান তিনি।
এদিকে, ডিএমপি কমিশনার বলেছেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে কোন জঙ্গি সংগঠন চিরকুট রাখেনি। দাজ্জাল বাহিনী নামে এ দেশের কোন জঙ্গি সংগঠন নেই।
সার্বিক নিরাপত্তায় ২৭শ’ পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকবে বলে জানান ডিএমপি কমিশনার।
এএইচ