ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করল আল নাসর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬ এএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার

খেলোয়াড়ের সঙ্গে বনিবনা না হওয়ার কোচ রুডি গার্সিয়াকে বরখাস্ত করলো সৌদি ক্লাব আল নাসর। এক বছরেরও কম সময়ের মধ্যে বরখাস্ত হলেন ফরাসি এই কোচ।

বৃহস্পতিবার এক টুইটে গার্সিয়াকে ছাঁটাইয়ের কথা জানায় ক্লাবটি। 

গুঞ্জন ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোদের সঙ্গে বনিবনা হচ্ছে না তার। সৌদি প্রো লিগের সর্বশেষ ম্যাচে আল ফেইহার সঙ্গে গোলশূন্য ড্র করে আল নাসর। 

ম্যাচ শেষে গার্সিয়া বলেছিলেন খেলোয়াড়দের নিয়ে সন্তুষ্ট নন তিনি। 

লিগে সর্বশেষ চার ম্যাচে দুটি জিতেছে আল নাসের। খেলোয়াড়দের সঙ্গে গার্সিয়ার সম্পর্কের অবনতি ও তার  খেলানোর ধরন নিয়ে অসন্তুষ্টি থেকেই তাকে বরখাস্ত করেছে আল নাসর।

২৩ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল নাসর। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। লিগের ম্যাচ বাকি আছে আর সাতটি। ২০১৯ সালে সবশেষ শিরোপা জেতা দলটির সামনে এখন পথ অনেক কঠিন। 

এএইচ