রাজবাড়ীতে পহেলা বৈশাখ উদযাপন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার | আপডেট: ০৩:৫১ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
রাজবাড়ীতে যথাযথভাবে বাঙ্গালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়।
মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় বাঙ্গালির সাজসজ্জাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়। পরে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান প্রমূখ।
কেআই//