৩৪ বছরের তরুণ মন্ত্রী শেখ মুজিবুর রহমান
ড. অখিল পোদ্দার
প্রকাশিত : ০৫:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার | আপডেট: ১০:৫৭ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
৩৪ বছরের তরুণ সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান মন্ত্রী হলেন। দিনটি ১৯৫৪ সালের ১৫ মে। হাজির হলেন সকাল ৯ টায় লাটভবনে। শপথ শেষে খবর এলো আদমজী জুট মিলে দাঙ্গা চলছে। নিহত-আহত অসংখ্যা। লাটভবন থেকে বের হতেই মুজিবকে ঘিরে ফেললেন অপেক্ষমান জনতা। নয়া মন্ত্রীকে নিয়ে তারা শোভাযাত্রা করবে। শেখ মুজিব অনেক বুঝিয়ে রওনা দিলেন নারায়ণগঞ্জের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক অন্য মন্ত্রীদের সঙ্গে করে ততোক্ষণে রওনা দিয়েছেন। শেষে একাই যাত্রা শুরু করেন মুজিবুর রহমান।
আদমজীতে পৌঁছে দেখেন তখনও দাঙ্গা চলছে। চারপাশে লাশ আর লাশ। মুজিবের সঙ্গে তখন মাত্র দু’জন পুলিশ। হামলার তোয়াক্কা না করে নতুন মন্ত্রী মুজিবুর রহমান গাছতলায় ঘাঁটি গাড়েন। ইপিআরের সাহায্যে বাঙালি ও বিহারী শ্রমিকদের আলাদা করে ট্রাকযোগে হাসপাতালে পাঠান। ব্যবস্থা করেন ওষুধের। ততোক্ষণে বাঙালি নিধনের খবর পেয়ে আশপাশের গ্রাম থেকে ছুটে এসেছে হাজারো মানুষ। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তিনি বক্তব্য দেয়া শুরু করেন। মুজিবের মেজাজ দেখে গ্রামবাসী ফিরে যান। শ্রমিকদের পরিচর্যায় তখন শেখ মুজিবের সঙ্গী হলেন মন্ত্রীসভার আরেক সদস্য ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়া।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com