সিরাজগঞ্জে একুশে টেলিভিশনের বর্ষপূর্তিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৪ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার | আপডেট: ১১:৫৫ পিএম, ১৪ এপ্রিল ২০২৩ শুক্রবার
সিরাজগঞ্জের এনায়েতপুরে বর্ণাঢ্য আয়োজনে একুশে টেলিভিশনের ২৪ তম বছরে পদার্পন উৎসব বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে। শুক্রবার বিকেলে টিভির সেবা সংগঠন সিরাজগঞ্জ একুশে ফোরামের উদ্যোগে এনায়েতপুর আইসিএল স্কুলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হোসেন রেজা।
এসময় একুশে ফোরামের সভাপতি আখতারুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা দম্পতি আজিজুল হক বকুল, আমিনা বেগম, জাতীয় কারুশিল্পী পদক প্রাপ্ত তাঁতী আলহাজ্ব আফজাল হোসেন লাভলু, এটিএন বাংলার প্রতিনিধি ফেরদৌস হাসান, একুশে ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলাম, প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পরাধিনতার হাত থেকে একুশে বাঙ্গালি জাগরণের প্রথম বিজয়। সেই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অজ্ঞনে বাংলার প্রথম আলোড়িত গণমাধ্যম একুশে টেলিভিশন। অনেক ঘাত-প্রতিঘাত পেড়িয়ে একুশে কথা বলছে ৫২, ৭১ এর চেতনায় দেশ ও জনগণের পক্ষে অবস্থান নিয়ে। সেই স্বমহিমায় একুশে টেলিভিশন এগিয়ে থাকবে তার অনুষ্ঠান, সংবাদ সহ নানা সাবলিন উপস্থাপনার মধ্যে দিয়ে।
এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, মসজিদের ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলে একুশে টেলিভিশনের উত্তর-উত্তর সাফল্য ও বিশ্ব মহানবতার মঙ্গল কামনা করা হয়।
কেআই//