ভারত চায় বিশ্ব বাণিজ্য সংস্থা আরও প্রগতিশীল হোক: সীতারামন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:৩১ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার
বিশ্বের বিভিন্ন দেশের কথা শুনতে এবং তাদের প্রতি আরও বেশি প্রগতিশীল হতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্রতি প্রত্যাশা ব্যক্ত করেছেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার বেশ জোর দিয়েই তিনি বলেছেন, ভারত চায় ডব্লিউটিও আরও বেশি প্রগতিশীল হোক। সেইসঙ্গে বিশ্বের সেসব দেশের কথাও শুনুক, যাদের ভিন্ন কিছু বলার মতো আছে।
ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্সে অনানুষ্ঠানিক এক আলাপে সীতারামন বলেন, “আমি চাই ডব্লিউটিও অনেক বেশি প্রগতিশীল হোক, অনেক বেশি সব দেশের কথা শুনুক, সব সদস্যের প্রতি সমান মনোভাবপূর্ণ হোক।”
ভারতের এক সময়ের বাণিজ্যমন্ত্রী সীতারামন বলেন, “আমি সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে ভারতের বাণিজ্যমন্ত্রী হিসেবে ডব্লিউটিও এর সঙ্গে কিছু সময় কাটিয়েছি। সংস্থাটিকে এমন দেশগুলোর কথা শোনার জন্য আরও জায়গা দিতে হবে, যাদের কেবল শোনাই নয়, বলার মতোও আলাদা কিছু আছে। কিছুটা মনোযোগও দেওয়া উচিত কারণ ডব্লিউটিও এর জন্য আজকের বার্তাটি আরও খোলামেলা হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আসলে আমি ডব্লিউটিওর প্রেক্ষাপটে বিষয়গুলো উদ্ধৃত করছি না। এখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী ক্যাথরিন তাই এর কথাগুলো মনে করা উপযোগী হতে পারে। তিনি সম্প্রতি কথা বলছিলেন এবং আমি খুব, খুব মুগ্ধ হয়েছিলাম। যদি আমি তার সেই শব্দটি ব্যবহার করতে পারি, যেমন- ঐতিহ্যগত বাণিজ্য পদ্ধতি বলতে ঠিক কী বোঝায়, বাজার উদারীকরণ আসলে কী, শুল্ক হ্রাসের পরিপ্রেক্ষিতে এটি আসলে কী বোঝাবে।”
তার ভাষ্য, “এটি এখন সত্য যে, বিশ্বের দেশগুলো বিষয়গুলো দেখে। এটা এমন একটা সময় যখন দেশগুলো দেখছে, আপনি কতটা বাজার উদারীকরণ করতে চান। এটি মার্কিন অর্থনীতিতে প্রভাব ফেলেছে এবং মার্কিন বাণিজ্যমন্ত্রী ঠিক তাই বলেছেন।”