ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫,   মাঘ ২ ১৪৩১

অ্যাবের পর এবারে কিশিদার ওপর হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৯ এএম, ১৫ এপ্রিল ২০২৩ শনিবার

জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদাকে লক্ষ্য করে প্রাণঘাতি হামলা চালিয়েছে আততায়ীরা। শনিবার ওয়াকায়ামা শহরে একটি সভায় কিশিদা বক্তৃতা শুরু করার ঠিক আগে মঞ্চের খুব কাছেই বিস্ফোরণ ঘটে। তবে এই হামলার কারণে কোনো ক্ষতির সম্মুখিন হননি ফুমিও কিশিদা। 

রয়টার্স প্রকাশিত খবরে বলা হয়েছে, ভারী লোহার পাইপের টুকরোর মতো একটি বস্তুর ভিতরে বিস্ফোরক রাখা ছিল। ঘটনার পরেই দ্রুত কিশিদাকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণের পরেই সভাস্থলে আতঙ্কিত হয়ে পড়েন দর্শকরা। পরে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়ে এক ব্যক্তিকে।

প্রসঙ্গত, গত বছর জুলাই মাসে পশ্চিম জাপানের নারা শহরে একটি কর্মসূচিতে বক্তৃতা করার সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ্য করে গুলি ছোড়েন এক আততায়ী। গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে শিনজোকে ‘মৃত’ ঘোষণা করা হয়। পরে জানা যায় আততায়ীর নাম টেটসুয়া ইয়ামাগামি। নারা শহরেরই বাসিন্দা ওই ব্যক্তি।

এসবি/