ইসরাইলি হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি আহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪৫ এএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার
অধিকৃত পশ্চিমতীরে ইহুদি বসতি সম্প্রসারণের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভরত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাদের হামলায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
চিকিৎসকরা জানান, এর মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। ইসরায়েলি বাহিনী বলছে, তারা নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নিয়েছে। আর, ফিলিস্তিনি সংগঠন হামাসের অভিযোগ, সেনারা অবৈধভাবে তাদের উপর হামলা চালিয়েছে।
রমজান মাস শুরু হওয়ার পর বিশ্ব মুসলিমের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ওপর ইসরাইলি সেনারা হামলা চালায়। এর পর থেকেই জেরুজালেম আল-কুদস শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এসবি/