ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

‘নেতৃত্বের জন্য ভবিষ্যতকে নতুন করে উদ্ভাবন করতে হবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪১ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

আন্দ্রে ল্যাক্রোইক্স, গত তিন দশক ধরে কর্পোরেট জগতে নিজ নেতৃত্বের গুণাবলীতে সফলতার সাথে এগিয়ে চলেছেন। সেই আলোকে তিনি বিশ্বব্যাপি বিপণন ও কর্পোরেট জগতের সফল ব্যক্তিদের ক্যারিয়ার ডেভলপমেন্ট বিষয়ে ‘লিডারশিপ উইথ সোল’ গ্রন্থটি রচনা করেন। কর্পোরেট জগতের ত্রিশ বছরের অভিজ্ঞতাগুলোই লেখক গ্রন্থিতরূপে তুলে ধরেছেন তার বইটিতে।

সম্প্রতি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্ল রুমে বহুজাতিক কোম্পানি ইন্টারটেকের সিইও আন্দ্রে লাক্রোইক্স-এর বই ‘লিডারশিপ উইথ সোল’ বইটির প্রকাশনা অনুষ্ঠিত হয়। প্রকাশনা অনুষ্ঠানে বইটি নিয়ে গণমাধ্যমের সাথে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন লেখক। 

আন্দ্রে বলেন, প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে নিজের লব্ধ জ্ঞানই এখানে উপস্থাপন করা হয়েছে। প্রতিযোগিতার এই বিশ্ববাজারে ব্যবসার প্রসার ও সমৃদ্ধিতে বইটিতে নির্দিষ্ট কতগুলো দিক-নির্দেশনা তুলে ধরা হয়েছে। এই বইটি বিশ্বব্যাপি বিপণন ও কর্পোরেট জগতের ব্যক্তিদের ক্যারিয়ার ডেভলপমেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন লেখক আন্দ্রে ল্যাক্রোইক্স।
  
নেতৃত্বের শীর্ষে থেকে কীভাবে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই উত্তরাধিকার রেখে যাওয়া যায় সেই বিষয়ে ‘লিডারশিপ উইথ সোল’ বইটিতে দশটি গুরুত্বপূর্ণ কী- নোট উপস্থাপন করেছেন লেখক আন্দ্রে ল্যাকওয়ে। 

সেগুলো হলো- আবেগগত বুদ্ধিমত্তার নেতৃত্ব, শুরু করার পরিকল্পনা এবং এর জন্য নির্দিষ্ট একটি ডিজাইন, গ্রাহকের ঘনিষ্ঠতাকে ছাড়িয়ে যাওয়ার জন্য প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, ভবিষ্যতকে নতুন করে উদ্ভাবন, ব্যতিক্রমী কৌশল অবলম্বন, লেজার- ফোকাসড বাস্তবায়ন, সর্বদা-উন্নত ব্র্যান্ডিং ও সকলের জন্য টেকসই কর্মক্ষমতার ব্যবস্থা ইত্যাদি। 

আর এই গুণাবলীগুলো থাকলে লিডারশিপে যে কেউ সফলতা অর্জন করতে পারবেন বলেও মনে করেন লেখক। 

আর্নস্ট অ্যান্ড ইয়াং, পেপসিকো, বার্গার কিং, ইউরো ডিজনি, ইঞ্চকেপ, রেকিট বেনকিজার এবং ইন্টারটেকের মতো বিশ্ব-নেতৃস্থানীয় সংস্থার সাথে তিন দশকেরও বেশি সময় ধরে চলা ল্যাক্রোইক্স তার অভিজ্ঞতার আলোকে লিডারশিপ উইথ সোল বইটিতে ব্যবসায়িক সাফল্যের জন্য একটি মডেল প্রকাশ করেছেন।

বইটিতে প্রচলিত নেতৃত্বের চিন্তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। সেই সাথে বর্তমান ও ভবিষ্যত নেতাদেরকে চিন্তা করতে এবং সর্বোত্তম নেতা হওয়ার জন্য তাদের দৃষ্টিভঙ্গিকে নতুন করে উদ্ভাবনের আমন্ত্রণ জানিয়েছেন লেখক।

আন্দ্রে ল্যাক্রোইক্সের নেতৃত্বে থাকা প্রতিটি কোম্পানিতে মূল্য সৃষ্টির একটি ব্যতিক্রমী রেকর্ড রয়েছে। 
এর বাইরেও, বছরের পর বছর ধরে, তিনি কর্পোরেটের বাজারে টেকসইতার জন্য একজন নির্ভরযোগ্য ব্যক্তি হয়ে উঠেছেন।

এমএম/