ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০টি উপশাখা উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০২ পিএম, ১৬ এপ্রিল ২০২৩ রবিবার

সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন ১০টি উপশাখা উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল প্রধান কার্যালয় হতে ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জয়নাল আবেদীন। ব্যাংকের মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক ও মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন নির্বহীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জ গণ। 

নতুন ১০টি উপশাখা হচ্ছে- চাঁদপুরের গৃদকালিন্দিয়া বাজার এবং নায়েরগাঁওয়ের নতুন বাজার, ল²ীপুরের ছয়ানী বাজারের চন্দ্রগঞ্জ, চট্টগ্রামের বড় দরগারহাটে সাহেরখালী ও অলংকার মোড়ের মাদামবিবিরহাট, মৌলভীবাজারের সমশেরগঞ্জ, কুমিল্লার কলেজ রোডের কংশনগর ও ইলিয়টগঞ্জের আসমানিয়া বাজার, নরসিংদীর পলাশ এবং পিরোজপুরের স্বরূপকাঠিতে।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে এসআইবিএলকে গণমানুষের ব্যাংক হিসেবে পরিণত করতে চাই। এজন্য মানুষের কল্যাণে ও প্রয়োজনের ভিত্তিতে অনেকগুলো সঞ্চয়ী ও বিনিয়োগ স্কিম চালু করেছি। তিনি গ্রাহকদের ব্যাংকের এই সকল সেবা গ্রহণের আহবান জানান।
কেআই//