ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মুজিবনগর দিবসের আনুষ্ঠানিকতা শুরু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১১:২৭ এএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার | আপডেট: ১১:৪৩ এএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মুজিবনগর দিবসের আনুষ্ঠানিতা শুরু হয়েছে। 

সোমবার সকাল সাড়ে ৯টার সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ  মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর জাতীয় পতাকা উত্তোলন করেন মন্ত্রী। 

পরে পুলিশ, বিজিবি, আনসার, বিএনসিসি, গার্লস গাইড কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়।  এরপর সকাল ১০টায় আনসার ভিডিপি “জল মাটি ও মানুষ” শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা করে।  

সকাল ১০টা ৪৫ মিনিটে মুজিবনগর শেখ হসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে জনসভার কার্যক্রম শুরু হয়েছে। 

জনসভার মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ। অন্যদের মধ্যে আছেন প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, মেহেরপুর-২ গাংনী আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন সহ মেহেরপুর ও পার্শ্ববর্তী জেলার সংসদ সদস্য ও নেতৃবৃন্দ। 

সভায় সভাপতিত্ব করছেন আ ফ ম বাহাউদ্দীন নাসিম।

এর আগে সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের পক্ষে পতাকা উত্তোলন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল পতাকা উত্তোলন করেন। 

এএইচ