পটিয়াকে চট্টগ্রামের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৪৪ এএম, ১৭ এপ্রিল ২০২৩ সোমবার
চট্টগ্রামের মধ্যে পটিয়া উপজেলাকেই সর্বপ্রথম স্মার্ট পটিয়া উপজেলা হিসেবে গড়ে তোলা হবে, এ জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।
পটিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ ভিশন–২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে ‘স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া এওয়ার্ড ও স্মার্ট পটিয়া বেস্ট আইডিয়া এওয়ার্ড’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুনের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।
হুইপ সামশুল হক চৌধুরী বলেন, " চট্টগ্রামের মধ্যে পটিয়া উপজেলাকেই সর্বপ্রথম স্মার্ট পটিয়া উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এ জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার পটিয়ার আশ্রয়ণ প্রকল্পকে স্মার্ট আশ্রয়ণ গড়তে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। "
উপজেলা পরিষদ হল রুমে কর্মশালায় কর্মশালায় ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে যুক্ত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল মালেক। কর্মশালায় প্রতি গ্রুপে ৬ জন করে মোট ৬টি গ্রুপে বিভিক্ত হয়ে স্মার্ট পটিয়া বিনির্মাণে নির্ধারিত বিষয়ের উপর আইডিয়া শেয়ার করেন গ্রুপের সদস্যরা। এর মধ্যে বিষয়গুলো হল স্মার্ট শিক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট পরিবহন, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট স্বাস্থ্য ও স্মার্ট ভিলেজ ও বর্জ্য ব্যবস্থাপনা।
মত বিনিময় সভায় পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পটিয়ায় কর্মরত স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রমুখ উপস্থিত ছিলেন।
এসবি/