ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

বাসাবো বৌদ্ধ মন্দির সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

কাজী ইফতেখারুল আলম তারেক

প্রকাশিত : ০৮:১৩ পিএম, ১৮ এপ্রিল ২০২৩ মঙ্গলবার | আপডেট: ০৪:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে স্বল্প আয়ের মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কর্তৃক প্রতিদিন বিকেলে ইফতারের আগে বৌদ্ধ মহাবিহারে লাইনে দাঁড়িয়ে বৌদ্ধ ভিক্ষুদের থেকে ইফতারের প্যাকেট নেন স্বল্প আয়ের মানুষরা।

ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপির এই ইফতারের প্যাকেট ‘অসামান্য সম্প্রীতির’ নজির সৃষ্টি করছে বলে মনে করেন এলাকার বাসিন্দারা।

বাংলাদেশে বিভিন্ন ধর্মের অনুসারীরা বাস করে। এই দেশ অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ, এটা তারই নিদর্শন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাল থেকেই রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মূল ফটক ঠেলে ভেতরে জড়ো হচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। যাদের বেশিরভাগই নিম্ন আয়ের। প্রক্যেককেই একটি করে কার্ড দেয়া হয়। তা নিয়ে মূল মহাবিহারের গেটের বাইরে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে ইফতার প্রত্যাশীরা।

বিকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ইফতার প্রত্যাশী মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরে কয়েকজন বৌদ্ধ ভিক্ষু কার্ডধারীর হাতে তুলে দেন ইফতারের প্যাকেট।

ধর্মীয় ভেদাভেদ ভুলে ইফতারের এ উপহার গ্রহণ করেন মুসলমানসহ অন্য ধর্মের মানুষও। এখানে প্রতিদিন ১৫০ মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। মানুষ বেশি হলে তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়। এদের মধ্যে ইফতার নিতে আসেন তাদের অধিকাংশই দুস্থ নারী। এ ছাড়া অসহায় রোজাদারসহ রিকশাচালক ও দিনমজুররাও আসেন ইফতার নিতে।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ সংগঠনটির উধ্বর্তন সহ-সভাপতি পি আর বড়ুয়া বলেন, সংযমের মাস রমজানে আমরা মুসলমান ভাইদের সাথে ইফতার সরবরাহ কার্যক্রমের মাধ্যমে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।

সংগঠনটির মহাসচিব একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বিকিরণ প্রসাদ বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নিমিত্তে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

সংগঠনটির যুগ্ম মহাসচিব দেবপ্রিয় বড়ুয়া বলেন, বাংলাদেশের অসাম্প্রদায়িকতার বাতিঘর জননেত্রী শেখ হাসিনার আদর্শ অনুসরণ করে আমরা দুস্থ রোজাদারদের ইফতার সরবরাহ করে থাকি।

সংগঠনের সভাপতি রনজিত কুমার বড়ুয়া বলেন, এক দশক ধরে আমরা পবিত্র রমজান মাসে স্থানীয় দুস্থ মানুষের কল্যাণে ইফতার বিতরণ করছি।

সংগঠনের সহসভাপতি স্বরূপানন্দ ভিক্ষু বলেন, ২০১৩ সাল থেকে আমাদের এই ইফতার কার্যক্রম চলছে এবং তঃস্ফূর্তভাবে মুসলিম ভাইরা ইফতারে অংশগ্রহণ করছেন।

এই আয়ওজনে উপস্থিত বাসাবো ৫নং ওয়ার্ড কাউন্সিলর বলেন, দীর্ঘ বছর ধরে পবিত্র রমজানে নিরন্ন অসহায় রোজাদারদের জন্য ইফতার সরবরাহ কার্যক্রম চলছে এবং অব্যহত থাকবে।

উপস্থিত ইফতার প্রত্যাশী ব্যক্তিরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা সংগঠনটির সুবাদে তৃপ্তিভরে ইফতার করতে পারছি।

উল্লেখ্য, শুদ্ধানন্দ মহাথের হাত ধরে ২০১৩ সালে এই অনন্য ও অসাম্প্রদায়িক কার্যক্রমের সূচনা হয়েছিল। প্রতিদিন প্রায় ১৭৫ জন রোজাদার এই ইফতার সামগ্রী পেয়ে থাকেন।

কেআই//