ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

​​​​​চারদিন পর সুদানে ২৪ ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার সিদ্ধান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

টানা চার দিন লড়াইয়ের পর সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স আরএসএফ ২৪ ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার সম্মতি আজ কার্যকর হচ্ছে।

মঙ্গলবার রাতেও সরকারি ভবনগুলো ঘিরে হামলা-পালটা হামলা চালাচ্ছিল দুপক্ষই। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে ১শ’ ৮৫। আহত ১৮শ’ ছাড়িয়েছে। চিকিৎসকেদের একাংশের দাবি, হতাহতের সংখ্যা সরকারি হিসাব ছাড়িয়েও আরও অনেক বেশি। আতঙ্কে ঘরের বাইরে পা  ফেলতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ।

এদিকে, আরএসএফ’র দাবি, তারা ইতোমধ্যেই প্রেসিডেন্ট ও  সেনাপ্রধানের বাসভবন, জাতীয় টেলিভিশন সম্প্রচার সংস্থার দপ্তর ও খাতুর্মের বিমানবন্দর দখলে নিয়েছে। যদিও সুদানের সেনাবাহিনী তাদের এই দাবি প্রত্যাখ্যান করে।

এসবি/