৭ মাস বন্দি থাকার পর পরিবারের সঙ্গে মিলিত হন শেখ মুজিব
ড. অখিল পোদ্দার,
প্রকাশিত : ০৯:৩০ পিএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার
১৯৫৪ সালের ২৩ অক্টোবর গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ পাকিস্তান গণপরিষদ ভেঙে দেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন মোহাম্মদ আলী। ২৩ ডিসেম্বর শেখ মুজিবুর রহমান জামিনে মুক্তি পান। জেল গেটে নিরাপত্তা আইনে আবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গণরোষ এড়াতে মুজিবকে মুক্তি দিতে বাধ্য হয় তখনকার সরকার। এ সময় তিনি জেলে ছিলেন ২০৬ দিন।
প্রায় ৭ মাস বন্দি থাকার পর শেখ মুজিব পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। ততোদিনে মিন্টো রোডের সরকারি বাসভবন ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন স্বজনেরা। দলের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে শেখ মুজিবুর রহমান করাচি যান। কেন্দ্রিয় মন্ত্রিসভায় যোগ দেয়ার কারণে এ সময় তিনি ক্ষুব্ধ ছিলেন সোহরাওয়ার্দীর প্রতি। যদিও সোহরাওয়ার্দী মুজিবকে বলেছিলেন, মন্ত্রিসভায় যোগ না দিলে গোলাম মোহাম্মদ মিলিটারি শাসন জারি করবেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর প্রতি বঙ্গবন্ধুর পাল্টা প্রশ্ন ছিল, ওরা আপনাকে ট্র্যাপ করেছে। ফল খুব ভালো হবে না। কিছুই করতে পারবেন না। যে জনপ্রিয়তা আপনি অর্জন করেছিলেন তা শেষ করতে চলেছেন।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com