ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪ এএম, ২০ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সদস্য খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের উদয়ন মোড়ে তার আতর্কিত হামলা করে সন্ত্রাসীরা। 

জানা যায়, সাবেক কাউন্সিলর জেম ইফতার কিনতে উদয়ন মোড়ে যান বুধবার সন্ধ্যায়। এ সময় তাকে রড দিয়ে পিটিয়ে ও চাকু দিয়ে জখম করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত জেম শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাষ্টারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা মামুন আলী জানান, উদয়ন মোড়ে ইফতার নেয়ার পর বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তরা তাকে ঘিরে মারধর করে। এ সময় চাকু দিয়ে জখম ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য  হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে মাথায় প্রচণ্ড আঘাতের কারণে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন। 

হাসপাতাল সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সকাল ১০টায় জেমের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

এএইচ