ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

কালকিনির কয়েক গ্রামে ঈদ উদযাপন

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:০৪ এএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২১ এপ্রিল) মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। 

শুক্রবার সকাল ১০টায় ঈদের নামাজ পড়েন কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের প্রায় চারশ’ মুসল্লি। আন্ডারচর কেন্দ্রীয় খানকাহ শরীফ জামে মসজিদে ঈদ জামাতের ইমামতি করেন মাওলানা মোঃ মোকছেদুর রহমান। 

ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা প্রায় ২০০ বছর আগে থেকেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।

সাহেবরামপুর গ্রামের সুরেশ্বর দরবার শরিফের মুরিদ আব্দুল আজিজ মোল্লা বলেন, এ বছর আনন্দের সঙ্গে আমরা ঈদের জামাতে নামাজ পড়তে পেরেছি। তবে তাপদাহের কারণে গরমে একটু কষ্ট হয়েছে। এবার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের প্রায় ছয়শ’ পরিবার আগাম ঈদ উদযাপন করছি।

গ্রামের আরেক বাসিন্দা আবুল বাশার বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বহু বছর ধরে ঈদুল ফিতরের নামাজ পড়ে আসছি।

এছাড়াও মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর, কয়ারিয়া, রামারপুল, সাহেবরামপুর, আন্ডারচর, খাশেরহাট সহ বেশ কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ ঈদ উদযাপন করছেন।

জামাত শেষে একে অপরে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন তারা।

এএইচ