ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

একুশে টেলিভিশনে সপ্তাহব্যাপী বৈচিত্র্যময় ঈদ আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার | আপডেট: ০৪:৪৭ পিএম, ২১ এপ্রিল ২০২৩ শুক্রবার

ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। ঈদ মানে পরিবারে সবাই মিলে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। এই ঈদের সময় দর্শকদের বিনোদিত করতে বাহারি সব আয়োজন করেছে একুশে টেলিভিশন। বরাবরের মতো এবারের ঈদেও অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেছে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন।

ঈদে একক নাটক থাকছে ১৫টি। এগুলো হচ্ছে-
চাঁদরাতের নাটক (রাত ১০টায়): টেস্টার সুরুজ, রচনা রাজিব মণি দাস, পরিচালনা রেহমান খলিল, অভিনয়ে- রাশেদ মামুন অপু, মিথিলা তাবাসসুম। 

রাত ৮টায় একক নাটকগুলোর মধ্যে- 
ঈদের দিন: “মন যখন এমন”, পরিচালনা- আরিফুর রহমান নিয়াজ, অভিনয়ে পলাশ, আনিলা তানজুম।

ঈদের ২য় দিন: “ফুড মাস্টার”, পরিচালনা- অঞ্জন আইচ, অভিনয়ে- আ খ শ হাসান, সূচনা আজাদ, আনোয়ার।

ঈদের ৩য় দিন: “বেকার”, পরিচালনা- আরিফুর রহমান নিয়াজ, অভিনয়ে- রুমী, সুমনা সোমা, টুটুল চৌধুরী।

ঈদের ৪র্থ দিন: “আমার স্বপ্ন তুমি”, পরিচালনা- শান আহমেদ, অভিনয়ে- মানসী প্রকৃতি, আলী মুর্তজা।

ঈদের ৫ম দিন: “জীবিত ও মৃত”, পরিচালনায় অঞ্জন আইচ, অভিনয়ে- তারিক আনাম,পলাশ, আনিলা তানজুম, সাবা।

ঈদের ৬ষ্ঠ দিন: “মিশন কক্স”, পরিচালনায়- কামরুল হাসান ফুয়াদ, অভিনয়ে- সুজন হাবিব, সুস্মিতা, ফারুক আহম্মেদ।

ঈদের ৭ম দিন: “গালফেন্ড আবশ্যক”, পরিচালনায়- খাদেমূল ইসলাম ক্যাপ্টেন, অভিনয়ে- ফারগান মিল্টন, রেজমিন সেতু।

রাত ১০ টায় একক নাটক:
ঈদের দিন: ‘চাকরি কোন ব্যাপার না’, পরিচালনায়- অলোক হাসান, অভিনয়ে-  মিশু সাব্বির, পারসা ইভানা।

ঈদের ২য় দিন: “দাউদ বনাম একজিমা”, পরিচালনা- জাকিউল ইসলাম রিপন, অভিনয়ে- অহনা ও শামিম।

ঈদের ৩য় দিন: “কেয়ারিং হাসবেন্ড”, পরিচালনায়- নাজমুল রনি, অভিনয়ে- মিশু সাব্বির, রোদেলা মির্জা।

ঈদের ৫ম দিন: “কুয়োর ব্যাঙ”, পরিচালনায়- বর্ণনাথ, অভিনয়ে- জামিল আহম্মেদ, সিনথিয়া।

ঈদের ৬ষ্ঠ দিন: “বউ মরা কপাল”, পরিচালনায়- মো. রিপন, অভিনয়ে- জাহের আলভী, অহনা।

ঈদের ৭ম দিন: “এক যে ছিল রাজা রাণী”, পরিচালনায়- রনি খান, অভিনয়ে- আফজাল সুজন, স্বর্নলতা।

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত (৫টি সাত পর্বের ধারাবাহিক নাটক):
দুপুর ০১টায়: ‘‘বউ পাগল আতা”, পরিচালনায়- শাফিন আহম্মেদ, অভিনয়ে- মীর সাব্বির, মৌসুমী হামিদ, অরিন নিপা।

দুপুর ০১টা ৩০ মিনিটে: ‘‘লাভ কানেকশন”, পরিচালনায়- আশরাফুল আলম বাবলু, অভিনয়ে- সেলিম রেজা, মিষ্টি মারিয়া, মৌমিতা মৌ।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে: ‘‘পকেটমার”, পরিচালনায়- সজিব খান, অভিনয়ে- সাইদুর রহমান পাভেল, সামান্তা পারভেজ।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে: “সুপার সিক্স”, পরিচালনায়- নাসির উদ্দিন মাসুদ, অভিনয়ে- ফারজানা মিহি, টুম্পা মাহবুব, মানসী প্রকৃতি, তন্ময় সোহেল। 

রাত ৯টা ২০ মিনিটে: “ধোলাই খালের আইনস্টাইন”, পরিচালনায়- শাহীন সরকার, অভিনয়ে- শবনম ফারিয়া, নাদিয়া নদী, শাতব্দী ওয়াদুদ, ফারুক, আহম্মেদ, টুটুল চৌধুরী।

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত “ঈদবাজ”
ঈদবাজ পর্ব-০১ : আড্ডায়- সামান্তা পারভেজ, গানে- নাজু আকন্দ।
ঈদবাজ পর্ব-০২ : আড্ডায়- খায়রুল ওয়াসি, গানে- আলাউদ্দিন।
ঈদবাজ পর্ব-০৩ : আড্ডায়- টুটুল চৌধুরী, গানে- মাসুদা বহ্নি।
ঈদবাজ পর্ব-০৪ : আড্ডায়- আইনুন পুতুল, গানে- খালেদ মুন্না।
ঈদবাজ পর্ব-০৫ : আড্ডায়- রাশেদ মামুন অপু, গানে- আলমিনা নীতু।
ঈদবাজ পর্ব-০৬ : আড্ডায়- নওশিন তাবাস্সুম স্মরণ, গানে- এন আর নয়ন।
ঈদবাজ পর্ব-০৭ : আড্ডায়- কামরুজ্জামান রাব্বী, গানে- রাকা পপি।

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত “উৎসবের আড্ডা”
পর্ব-০১ : অতিথি- ইলিয়াস কাঞ্চন।
পর্ব-০২ : অতিথি- শারমিন কচি।
পর্ব-০৩ : অতিথি- তারিক আনাম খান।
পর্ব-০৪ : অতিথি- দিঠি আনোয়ার।
পর্ব-০৫ : অতিথি- জয়শ্রী কর জয়া।
পর্ব-০৬ : অতিথি- নীরব।
পর্ব-০৭ : অতিথি- জায়েদ খান।

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত “ফনোলাইভ ষ্টুডিও কনসার্ট”
পর্ব-০১ : অতিথি- রবি চৌধুরী।
পর্ব-০২ : অতিথি- খাইরুল ওয়াসি, দিতি সরকার।
পর্ব-০৩ : অতিথি- সাব্বির, প্রিয়াংকা বিশ্বাস।
পর্ব-০৪ : অতিথি- শফি মন্ডল, অংকন।
পর্ব-০৫ : অতিথি- আশিক, শারমিন।
পর্ব-০৬ : অতিথি- মমিন, স্বরণ।
পর্ব-০৭ : অতিথি- রাব্বি, নিশি শ্রাবণী।
এসএ/