একজন খাঁটি বাঙালি ছিলেন শেখ মুজিব
ড. অখিল পোদ্দার
প্রকাশিত : ০৬:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
একজন খাঁটি বাঙালি ছিলেন শেখ মুজিব। ছিল না লোভ-লালসার বালাই। সাম্প্রদায়িকতার বিষ মোটেও ছুঁতে পারিনি তাঁকে। মুসলিম লীগের অনেক বড় নেতাদেরও নীতি বিসর্জন দিতে দেখা গেছে। কেউ কেউ ঝুঁকেছিলেন ক্ষমতার দিকে। আদর্শচ্যুত হয়ে কেউ আবার মেলার চেষ্টা করেছেন পাকিস্তান সরকারের মন্ত্রী-মাতুব্বরদের সঙ্গে। ব্যত্যয় ঘটেছে শুধু শেখ মুজিবের বেলায়।
১৯৫৫ সালের আগস্ট-সেপ্টেম্বর মাসে পাকিস্তান গণপরিষদের বিতর্কে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করতে চেয়েছিল পাক সরকার। শেখ মুজিব এর তীব্র বিরোধিতা করে প্রতিবাদ করেছিলেন। উপরন্তু বলেছিলেন, স্যার, আপনি দেখতে পাচ্ছেন যে, তারা পূর্ববঙ্গের পরিবর্তে পূর্ব পাকিস্তান শব্দটি ব্যবহার করতে চাচ্ছে। পাকিস্তানের পরিবর্তে বেঙ্গল শব্দটি ব্যবহার করার জন্য আমরা অনেকবার দাবি করেছি। বেঙ্গল শব্দটির একটি ইতিহাস আছে, একটি নিজস্ব ঐতিহ্য রয়েছে। জনগণের সঙ্গে আলোচনা করেই কেবল আপনি নাম পরিবর্তন করতে পারেন। আপনি যদি এই পরিবর্তন করতে চান, তবে আমাদেরকে পূর্ব বাংলায় ফিরে গিয়ে জনগনকে জিজ্ঞেস করতে হবে তারা তা মানতে রাজি আছে কি না। বাংলাকে কেনো রাষ্ট্রভাষা করা হচ্ছে না? পূর্ব বাংলাকে কেনো স্বায়ত্ত্বশাসন প্রদান করা হচ্ছে না?
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com