তাইওয়ানের আশেপাশে দুই দিনে চীনের ৭ জাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:১৩ পিএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
তাইওয়ানের আশেপাশের জলসীমায় দুই দিনে সাতটি চীনা নৌযান শনাক্ত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত সময়ে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নেভির সাতটি জাহাজ শনাক্ত করা হয়েছে। তবে ওই সময়ে পিএলএ এয়ার ফোর্সের কোনো সামরিক বিমান শনাক্ত করা যায়নি।
তাইওয়ান নিউজ জানিয়েছে, চীনা জাহাজের প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের নৌযান পাঠানোর পাশাপাশি স্থল ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করে প্রতিক্রিয়া জানিয়েছে।
পিএলএ এয়ার ফোর্সের বিমানের ফ্লাইট পথের কোনো মানচিত্র সরবরাহ করা হয়নি। কারণ চীনা সামরিক বিমানের তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে বা তাইওয়ানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশের ‘কোন চিহ্ন’ছিল না।