ভারতে আসছেন বিলাওয়াল ভুট্টো
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:২০ পিএম, ২২ এপ্রিল ২০২৩ শনিবার
২০১৪ সালে ভারতে এসেছিলেন নওয়াজ শরীফ। আট বছর পর পাকিস্তানের কোনো মন্ত্রী ভারতে আসছেন।
বিলাওয়াল আসছেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন(এসসিও)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ বালোচ তার সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ''এসসিও বৈঠকে বিলাওয়াল পাকিস্থানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আগামী চার ও পাঁচ মে গোয়ায় এই বৈঠক হবে।''
মুমতাজ বলেছেন, ''ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং এসসিও-র বর্তমান চেয়ারম্যান এস জয়শঙ্করের আমন্ত্রণেই বিলাওয়াল ভারতে যাচ্ছেন। গত জানুয়ারিতে জয়শঙ্কর এই আমন্ত্রণ জানিয়েছিলেন।''
এখন ভারত ছাড়া এসসিও-র সদস্য দেশ হলো চীন, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, কাজাখস্তান এবং উজবেকিস্তান। আর ডায়লগ পার্টনার হলো শ্রীলঙ্কা, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, কম্বোডিয়া, নেপাল। ফলে এই বৈঠকের গুরুত্ব খুবই বেশি।
মুমতাজ বলেছেন, ''পাকিস্তান যে এসসিও এবং এই অঞ্চলের পররাষ্ট্রনীতিকে কতটা গুরুত্ব দেয়, বিলাওয়ালের ভারত সফরের সিদ্ধান্তই তা বুঝিয়ে দিচ্ছে।''
পাকিস্থানের পররাষ্ট্রমন্ত্রীর শেষ ভারত সফর হয়েছে ২০১১ সালে, হিনা রাব্বানি তখন ভারতে এসেছিলেন।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রও বিলাওয়ালের ভারত সফরের কথা জানিয়েছে। সূত্র জানাচ্ছে, এটা ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ।
সূত্র- ডয়েচে ভেলে