ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৭ ১৪৩১

উপহারের ঘরে তৃতীয় লিঙ্গের মানুষের অন্যরকম ঈদ (ভিডিও)

ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪২ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার | আপডেট: ১০:৪৩ এএম, ২৩ এপ্রিল ২০২৩ রবিবার

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে ঈদ করতে পেরে দারুণ খুশি ময়মনসিংহের তৃতীয় লিঙ্গের মানুষেরা। স্বাবলম্বী জীবন যাপনের সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ঝরলো তাদের কন্ঠে। বাধভাঙা ঈদের খুশি ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ বেদে পরিবারেও। পলিথিনের ডেরা থেকে নিজেদের ঘরে এ যেনো অন্যরকম এক ঈদ। 

ময়মনসিংহ সদরের চরগোবদিয়ায় প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরে ঠাঁই মিলেছে রজনীর। বোনদের নিয়ে একসঙ্গে ঈদ করতে পেরে রজনীর চোখেমুখে খুশির ঝলক। 

ময়মনসিংহের রজনী হিজড়া বলেন, “প্রধানমন্ত্রীর আমাদের মা, তিনি আমাদের ঘর দিয়েছেন। আমরা ওই ঘর পেয়ে অনেক খুশি।”

রজনীর মতো এই আবাসনে ঠাঁই মিলেছে তৃতীয় লিঙ্গের ৩৮ জনের। এর আগের ঈদগুলো কেটেছে রাস্তাঘাটেই। এবারের ঈদের আনন্দটা তাই অন্যরকম।

স্থানীয় হিজড়া জনগোষ্ঠীরা জানান, আমরা একসঙ্গে মার্কেটিং করেছি। সেমাই, গরু-মুরগির মাংস রান্না করে সব হিজড়া বোনরা মিলেমিশে খাবো।

ঈদের খুশি ছুয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার ৩৫ বেদে পরিবারে। ভাসমান জীবন থেকে ঠাঁই মিলেছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে। 

উপকারভোগীরা জানান, এবারের ঈদ আনন্দটা ভিন্ন। তারা বলছেন, প্রধানমন্ত্রী শুধু ঘরই দেননি দিয়েছেন সম্মান। 

বেদে নারী রিমা বেগম জানান, সারা জীবন সিঙ্গা-ফুঁক ও সাপের খেলা দেখিয়েছি এখন আমাদের পরিবেশ পাল্টিয়ে ফেলেছি। ঘর ছিলনা সরকার ঘর দিয়েছে। এবারের ঈদের মধ্যে ঘরে অনেক আনন্দ-খুশি হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন বেদে পরিবারগুলো।

এএইচ