রানা প্লাজা ধস, এক দশকেও হয়নি বিচার
সাভার প্রতিনিধি
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার
২০১৩ সালের ২৪ এপ্রিল ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ১১৩৮ শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও কয়েক হাজার শ্রমিক। এক দশকেও বিচার পাননি আহত শ্রমিক ও নিহতদের স্বজনেরা।
সাভার বাসস্ট্যান্ডের পাশে রানা প্লাজা ধস ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা।
নয়তলা ভবনটির কয়েকটি তলা নিচে দেবে গিয়েছিল সেদিন সকালে। কিছু অংশ পড়েছিল পাশের ভবনটির ওপরে। হাজারো শ্রমিক হতাহত ছাড়াও কংক্রিটের নিচে আটকা পড়েন অনেকেই।
সপ্তমতলায় অ্যাপেরিয়েলস কারখানায় কাজ করছিলেন নিলুফা। হঠাৎ বিকট শব্দে ছাদ ধসে পড়ে। ১৭ দিন পর হাসপাতালে জ্ঞান ফেরে। একটা পা কেটে ফেলতে হয়।
ধসেপড়া রানা প্লাজার জায়গায় এখন ঝোপজঙ্গল। স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত শ্রমিকেরা। দিন কাটছে দুর্বিষহ বেকারত্বে। মানবেতর জীবনযাপন স্বজন হারানো পরিবারগুলোরও।
নিহত শ্রমিকদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতিবছরের মতো আজও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রমিক সংগঠন এবং নিহতদের স্বজন ও আহতরা।
এএইচ