ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ নেতা জেম হত্যায় কৃষকলীগের টুটুলসহ গ্রেপ্তার ৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৩ সোমবার

খায়রুল আলম জেম

খায়রুল আলম জেম

চাঁপাইনবাবগঞ্জের স্বেচ্ছাসেবক লীগের নেতা শিবগঞ্জ পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যায় জেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদকসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষযটি নিশ্চিত করা হয়েছে

গ্রেফতারকৃতরা হলেন জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেসবাহুল হক টুটুল, তার সহযোগী মাসুদ রানা, ইব্রাহিম, শামীম রেজা, মিলন হোসেন, রুনু,রোকন, রনি, মেরাজ ও খোকন খনা।

সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, খাইরুল আলম জেম হত্যার পর থেকে এজহারভুক্ত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার তাদেরকে দূরবর্তী জেলা থেকে গ্রেপ্তার করা হয়।

তবে কোথায় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে পুলিশ সুপার কোন তথ্য দেননি।

পুলিশ সুপার আরোও বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ যে কোন সময়ের মধ্যে আদালতে সোপর্দ করা হবে এবং পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। 

এর আগে গত ১৯ এপ্রিল সন্ধ্যা সোয়া ৬টার দিকে খাইরুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কেনেন। পরে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শনিবার রাতে নিহত জেমের ভাই মনিরুল ইসলাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

এএইচ