ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪,   কার্তিক ২১ ১৪৩১

ইন্দোনেশিয়ার ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫ এএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প। জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

দেশটির জিও-ফিজিক্স এজেন্সি- বিএমকেজি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৩টায় সুমাত্রার পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে। গভীরতা ছিল ৮৪ কিলোমিটার।

এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি জানা যায়নি। 

ঘটনার পর সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে বিএমকেজি।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরও জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আতঙ্কিত সাধারণ মানুষকে সমুদ্র থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে।

এএইচ