এবার রবীন্দ্র জন্মজয়ন্তীর মূল অনুষ্ঠান নওগাঁর পতিসরে
নওগাঁ প্রতিবেদক
প্রকাশিত : ১০:৩২ এএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে নওগাঁর পতিসরে।
সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ আয়োজনের এক প্রস্তুতিসভা সোমবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান এ সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ার হোসেন হেলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ ইব্রাহিম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিল্টন চন্দ্র রায়, মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান।
এছাড়া নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, রবীন্দ্র স্মৃতি সংগ্রাহক এম মতিউর রহমান মামুনসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, আত্রাই ও রানীনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবুন্দ, জেলা সদরসহ রানীনগর ও আত্রাই উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “সংস্কার ও রবীন্দ্রনাথ”। মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তিন দিনের কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
দেশের প্রখ্যাত রবীন্দ্র গবেষকরা প্রতিদিন স্মারক আলোচক হিসেবে আলোচনা করবেন। এ ছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে দেশের খ্যাতিমান শিল্পী কলা কুশলীগণসহ নওগাঁ জেলা, রানীনগর ও আত্রাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এএইচ