ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪,   পৌষ ১২ ১৪৩১

জয়পুরহাটে ট্রেনের নীচে ঝাপ দিয়ে যুবকের আত্মহত্যা

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনের নীচে ঝাপ দিয়ে জালাল হোসেন (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার ভোরে আক্কেলপুর রেল ষ্টেশনের অদূরে হাসতা বসন্তপুর রেল ক্রসিংয়ের কাছে এ ঘটনা ঘটে। 

নিহত যুবকের বাড়ি বগুড়া জেলার সোনাতলা গ্রামে। 

স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় এক দোকানদারকে নিহত যুবক জিজ্ঞাসা করেছিলেন কখন ট্রেন আসবে এরপর ঢাকা থেকে চিলাহাটিগামী ঈদ স্পেশাল-১৫ ট্রেন আসলে তার নীচে ঝাঁপিয়ে পড়ে সে, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আক্কেলপুর রেল স্টশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার হাসিবুল হাসান নিহতের পরিচয় নিশ্চিত করে জানান, নিহত জালালের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে কদিন ধরে নিখোঁজ ছিল সে। এদিকে লাসের সুরতহালের জন্য সান্তাহার রেলওয়ে পুলিশ কে খবর দেয়া হয়েছে।

এএইচ