বাংলার মাটি আর মানুষ ছিল শেখ মুজিবের আদর্শ
ড. অখিল পোদ্দার,
প্রকাশিত : ১০:৩২ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি বাংলার মাটি আর মানুষ ছিল শেখ মুজিবের আদর্শ। মনেপ্রাণে অসাম্প্রদায়িক মুজিবের জীবন ছিল বহু বাধায় ভরপুর। ১৯৫৫ সালের ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর আওয়ামী মুসলিম লীগের বিশেষ কাউন্সিল হয়। দলের নাম পরিবর্তন করতে গিয়ে সে অধিবেশনেও সমালোচনার শিকার হন তিনি।
আওয়ামী মুসলিম লীগ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিতেই বেঁকে বসেন বিরোধীদলের অনেকেই। খোদ আওয়ামী লীগের অনেক বড় নেতাও বাগড়া দিয়ে বসেন। এমনকি বেশ ক’জন সদস্য দল থেকে বের হয়ে যান। কিন্তু ধর্মনিরপেক্ষতাকে আদর্শ গণ্য করেন অবিসংবাদিত মুজিব। অসাম্প্রদায়িকতার বেলায় তিনি ছিলেন অটল-অবিচল। যুক্তি দেখিয়ে প্রতিপক্ষকে তিনি বলেছিলেন, বাস্তব প্রয়োজনে দলের নাম আওয়ামী মুসলিম লীগ হয়েছিল। মুসলিম লীগের সাম্প্রদায়িক রাজনীতির আজ অবসান ঘটেছে।
তাঁর স্পষ্ট বক্তব্য ছিল এমন- ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পাকিস্তানবাসীর নিজেস্ব রাজনৈতিক জোট প্রয়োজন। গণআন্দোলনে নেতৃত্ব প্রদান করার সে দায়িত্ব আওয়ামী লীগ গ্রহন করতে পারে। আমরা দ্বিধাহীন চিত্তে এ কথা ঘোষনা করতে পারি যে, দেশের সকল ধর্মের সকল বর্ণের এবং সকল ভাষাভাষির মানুষকে একটি গণ প্রতিষ্ঠানে সমবেত করা প্রয়োজন।
( ড. অখিল পোদ্দার, প্রধান বার্তা সম্পাদক, একুশে টেলিভিশন)
email: podderakhil@gmail.com