ডিসেম্বরের মধ্যে রাজাকারের তালিকা প্রকাশের আশা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১০:৪৬ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার | আপডেট: ১০:৪৭ পিএম, ২৫ এপ্রিল ২০২৩ মঙ্গলবার
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘রাজাকারদের তালিকার জন্য নীতিমালা তৈরি হয়েছে। এখন দ্রুত কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা হতে পারে।’
তিনি মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এ বিষয়ে আইন পাস হয়েছে। এখন মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খানকে আহবায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং কিভাবে প্রণয়ন হবে তা নির্ধারণের জন্য কমিটি করে দেওয়া হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘আশা করা যায় ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’
মঙ্গলবার সকালে একদিনের সফরে সিলেট এসে পৌঁছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি দুপুরে হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে সেখানকার মসজিদে নামাজ আদায় করেন। বিকেলে হযরত শাহপরাণ (র.) মাজার মসজিদে নামাজ আদায় এবং কবর জিয়ারত করবেন। সিলেট সার্কিট হাউসে রাতযাপন শেষে বুধবার তিনি নেত্রকোনা যাবেন।
কেআই//