আইএমএফ ঋনের দ্বিতীয় কিস্তি পেতে কিছু খাতে সংস্কার প্রয়োজন (ভিডিও)
তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন
প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার
আইএমএফের ঋনের দ্বিতীয় কিস্তি পেতে ২৪ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ না থাকলেও বিশেষ ব্যবস্থায় তা ছাড় করানো যাবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে এ জন্য বেশ কিছু খাতে সংস্কারের প্রয়োজন হবে। পাশাপাশি জাপান-কোরিয়াসহ কয়েকটি দেশের কাছে বাজেট সহায়তা চাওয়ারও পরামর্শ দিয়েছেন তারা।
আইএমএফ এর ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণের প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার ডলার পেয়েছে বাংলাদেশ।
এ বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তি আর শেষ কিস্তি পাওয়ার কথা ২০২৬ সালের ডিসেম্বরে।
এরই মধ্যে ঢাকা সফর করে নীতিনির্ধারকদের সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধিরা।
বৈঠকে রিজার্ভ, ভর্তুকি, সূদের হার, ডলারের বিনিময়সহ নানা বিষয়ে আলোচনা হয়।
অর্থনীতিবিদ মাশরুরর রিয়াজ বলেন, “মূল আলোচনাটা আসছে রিজার্ভকে কেন্দ্র করে আমাদের একটু নজর দিতে হবে।”
পরবর্তী কিস্তি পেতে জুনের মধ্যে অন্তত ২৪ বিলিয়ন ডলার নেট রিজার্ভ থাকা বাধ্যতমামূলক।
বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হাসান বলেন, “ বর্তমানে আমরা সে পর্যায়ে নেই। এটা জুনের মধ্যে ওই পরিমাণ উঠানো যাবে কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা।”
তবে বিভিন্ন দাতা সংস্থা ও কয়েকটি দেশের কাছ থেকে বাজেট সহায়তা পাওয়ার পাশাপাশি আইএমএফ-এর ঋনের অর্থ পাওয়া নিয়ে আশাবাদি অর্থনীতিবিদরা।
”তবে এটার কারণে পুরো প্রক্রিয়া আটকে যাবে এটা আমার মনে হয়না।” বলেন এই অর্থনীতিবিদ।
এ অবস্থায় রাজস্বখাতের আধুনিকায়নের তাগিদ দিলেন অর্থনীতিবিদরা।
এসবি/