ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

সিরাজগঞ্জে ১৪০ কেজি গাঁজাসহ ১ জন আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৪:৩৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৩ শনিবার

ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা। 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি জিপ গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মুল্য প্রায় অর্ধকোটি টাকা।

আটককৃত মাদক কারবারীর জসিম উদ্দিন (৩২) কুমিল্লা জেলার নিশ্চিতপুর পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শনিবার  সকালে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সামিউল আলম সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড়ে নির্মানাধীন ফ্লাইওভার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ড্রাইভারের সিটের উপর রক্ষিত ১৪০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি
গাড়ি জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় ৭টি মাদক মামলা রয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।

এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ রওশন আলী ও এস.আই মোঃ জুলহাজ উদ্দীন।

এমএম/